বাঁকুড়া,২ জুলাই:- বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা। অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, বাঁকুড়া পৌরসভার ৫ ওয়ার্ডে পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে কাদা মিশ্রিত কালো পানীয় জল আসছে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা বারবার পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। সেই কাদা কালো জল গ্লাসে বালতিতে ভরে প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকায় মানুষ। অবরোধকারীদের দাবি অবিলম্বে পরিস্কার পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Related Articles
হোলির আগে বড় উপহার চাঁপদানির মানুষকে পৌর প্রধানের।
প্রদীপ বসু, ৬ মার্চ:- অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৫ বছর বাদে চাঁপদানি পলতা নবাবগঞ্জ ঘাট প্রথমে পৌরসভার বার্তা হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রারম্ভিক সূচনা হয়ে গেল। পৌরপ্রধান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাপদানির উন্নয়নের কথা তুলে ধরেন। উদ্বোধন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ কাউন্সিলার, সি আই সি ও […]
নজরদারি বাড়াতে শহর জুড়ে সাড়ে পাঁচ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।
কলকাতা, ১২ জুন:- নজরদারি বাড়াতে শহর জুড়ে আরও সাড়ে ৫ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।নির্ভিয়া প্রকল্পের দ্বিতীয় দফায় এই ক্যামেরা বসানোর জন্য ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। কাজের ওয়ার্ক অর্ডারও জারি হয়ে গেছে। পুজোর আগেই এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যদিও এই ক্যামেরা বসানোর প্রক্রিয়া অনেক […]
২২-২৩ অর্থবর্ষে পরিবহন দপ্তর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে।
কলকাতা, ৯ এপ্রিল:- ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের পরিবহন দফতর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে। ২১-২২ আর্থিক বছরের তুলনায় যা প্রায় সাতশ কোটি টাকা বেশি। রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক ব্যবস্থা সরলীকরণের ফলে এই আয় বেড়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। চলতি আর্থিক বছরে এই আয় আরো বাড়িয়ে এক হাজার […]









