এই মুহূর্তে জেলা

শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে।

হুগলি,২৩ ডিসেম্বর:- শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে। দিনকয়েক ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্যজগতের পাশাপাশি সর্পকূলও রোদের অপেক্ষায় থাকে। মূলতঃ রোদ পোহাতেই গ্রামবাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকূল বেড়িয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা ক্ষেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে বাঁধা দিচ্ছেন স্থানীয় চাষীভাইরাই। সৌজন্যে ব্যান্ডেল সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                              বিগত কয়েকবছর ধরে চন্দন এইসমস্ত গ্রামের মানুষদের সচেতন করেছেন। চন্দনবাবুই আতঙ্কিত মানুষগুলিকে সাহস জোগানোর পাশাপাশি তাঁদের মনে প্রানীপ্রেম জাগিয়ে তুলেছেন। আর সেজন্যই এবছর তাঁরা আর সাপ মারতে উদ্যত হচ্ছেন না। বিষাক্ত সাপ দেখলে তাঁরা খবর দিচ্ছেন চন্দনকে। কথা রাখছেন চন্দনও। গোয়ালজোরের একটি ফোনেই সেখানে পৌঁছে যাচ্ছেন চন্দনবাবু। বিগত কয়েকদিনে তিনি ওই এলাকায় গিয়ে আমন ধান তুলে নেওয়া পরিত্যক্ত জমি থেকে ১০টির বেশী চন্দ্রবোরা উদ্ধার করে জনশূন্য এলাকায় ছেড়ে দিয়েছেন চন্দন। শনিবারের বারবেলাতেও চন্দন সেখান থেকে তিনটি চন্দ্রবোরা উদ্ধার করেছেন। এই সর্পপ্রেমী জানান তাপমাত্রার পারদ অনেটাই নেমে যাওয়ায় রোদ পোহাতে বাইরে বেড়িয়ে আসে সর্পকূল। এটা স্বাভাবিক ব্যাপার। চন্দনবাবুর কাজে খুশি গোয়ালজোর এলাকার বাসিন্দারাও।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.