হুগলি,২৩ ডিসেম্বর:- শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে। দিনকয়েক ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্যজগতের পাশাপাশি সর্পকূলও রোদের অপেক্ষায় থাকে। মূলতঃ রোদ পোহাতেই গ্রামবাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকূল বেড়িয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা ক্ষেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে বাঁধা দিচ্ছেন স্থানীয় চাষীভাইরাই। সৌজন্যে ব্যান্ডেল সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং।
বিগত কয়েকবছর ধরে চন্দন এইসমস্ত গ্রামের মানুষদের সচেতন করেছেন। চন্দনবাবুই আতঙ্কিত মানুষগুলিকে সাহস জোগানোর পাশাপাশি তাঁদের মনে প্রানীপ্রেম জাগিয়ে তুলেছেন। আর সেজন্যই এবছর তাঁরা আর সাপ মারতে উদ্যত হচ্ছেন না। বিষাক্ত সাপ দেখলে তাঁরা খবর দিচ্ছেন চন্দনকে। কথা রাখছেন চন্দনও। গোয়ালজোরের একটি ফোনেই সেখানে পৌঁছে যাচ্ছেন চন্দনবাবু। বিগত কয়েকদিনে তিনি ওই এলাকায় গিয়ে আমন ধান তুলে নেওয়া পরিত্যক্ত জমি থেকে ১০টির বেশী চন্দ্রবোরা উদ্ধার করে জনশূন্য এলাকায় ছেড়ে দিয়েছেন চন্দন। শনিবারের বারবেলাতেও চন্দন সেখান থেকে তিনটি চন্দ্রবোরা উদ্ধার করেছেন। এই সর্পপ্রেমী জানান তাপমাত্রার পারদ অনেটাই নেমে যাওয়ায় রোদ পোহাতে বাইরে বেড়িয়ে আসে সর্পকূল। এটা স্বাভাবিক ব্যাপার। চন্দনবাবুর কাজে খুশি গোয়ালজোর এলাকার বাসিন্দারাও।Related Articles
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিশুর ব্রেন টিউমারের চিকিৎসা করাতে ভেলোরে পাড়ি আরামবাগের দম্পতির।
মহেশ্বর চক্রবর্তী, ২২ নভেম্বর:- ছোট শিশু মা ও বাবার কোলে কোলে কখনও ঘুরে বেড়ায় আবার কখনও দাদু ঠাকুমা এবং পরিবারে অন্যান্য সদস্যদের কোলে থাকে।সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখে শিশুটি। হঠাৎ পরিবারের বুকে নেমে আসে বিপর্যয়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে। সারা নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যায়। দরিদ্র এই পরিবার কি […]
সাত সকালে ভাটপাড়ায় দলীয় প্রচারে পবন কুমার সিং
ব্যারাকপুর, ১৬ মার্চ:- ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখনও বিজেপির পার্থী তালিকা ঘোষণা হয়নি। তা সত্ত্বেও আর দেরি না করে মঙ্গলবার সাত সকালে ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ সারলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবন কুমার সিং। ঢাক-ঢোল বাজিয়ে দলীয় কর্মী-সমর্থকরা পবনের সঙ্গে প্রচারে বেরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা পরিক্রমা […]
বেলুড় মঠেও শ্যামা মায়ের আরাধনা। ভক্তদের ঢল।
হাওড়া, ২৪ অক্টোবর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা গেছে, সে অনেকদিন আগের কথা। স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে […]








