হুগলি, ১৮ নভেম্বর:- কলকাতা পুলিশে বড়সড় রদবদল! ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের বদল করল লালবাজার। থানার অফিসার ইনচার্জদের বদলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানিকতলা থানার অতিরিক্ত ওসি বীরেশ্বর রায় হলেন তালতলা থানার ওসি। সিঁথি থানার অতিরিক্ত ওসি মণীশ মজুমদার হলেন উল্টোডাঙা থানার ওসি। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায় হলেন টালিগঞ্জ থানারই ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি বিপুল বিশ্বাস হলেন ট্যাংরা থানার নতুন ওসি। মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি আশিস বসু হলেন উত্তর বন্দর থানার ওসি।
তাছাড়াও ট্যাংরা থানার অতিরিক্ত ওসি রাজীব সরকার হলেন মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি। তালতলা থানার অতিরিক্ত ওসি প্রশান্তকুমার দাস হলেন পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি। বাঁশদ্রোণী থানার অতিরিক্ত ওসি হলেন দীপক মণ্ডল। প্রশান্তকুমার ঘোষ হলেন ট্যাংরা থানার অতিরিক্ত ওসি। সাগর মুখোপাধ্যায় হয়েছেন টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি। মৃন্ময় মজুমদার হয়েছেন উল্টোডাঙা থানার অতিরিক্ত ওসি, সিঁথি থানার অতিরিক্ত ওসি হলেন সুবীর সাহা। পর্ণশ্রী থানার অতিরিক্ত ওসি প্রসেনজিৎ ধর হলেন মানিকতলা থানার অতিরিক্ত ওসি। পার্থপ্রতিম চক্রবর্তী প্রগতি ময়দান থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।










