হুগলি, ১ নভেম্বর:- দেবানন্দপুর বিশালক্ষী তলা এলাকায় গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। কাজের মাঝেই রাস্তার একটি বড় অংশে ধস নামায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই পাইপলাইন বসানোর কাজ চলছে, কিন্তু কাজের কোনো গতি নেই। তার উপর পর্যাপ্ত পরিকল্পনা বা সুরক্ষার ব্যবস্থা না থাকায় আজ ঘটল এই অঘটন। এলাকাবাসীদের বক্তব্য, রাস্তা খোঁড়ার কাজ শুরু হওয়ার পর থেকেই যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছিল। পথচারী ও দোকানদারদের জীবন কার্যত বিপন্ন হয়ে পড়েছে। শুক্রবার রাতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়, আজ সকালে ওই জায়গাতেই কাজ চলাকালীন আচমকাই ধস নামে রাস্তার একাংশে, ফলে পাশের একাধিক দোকান এখন বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই দোকানঘরগুলি। এক বাসিন্দা বলেন, “আমরা আগেই বলেছিলাম, রাস্তার নিচে মাটি ফাঁপা হয়ে আছে। একটু ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হত না। কিন্তু কেউ কথা শোনেনি।” ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পিয়ূষ ধর। তিনি জানান, “আমি কিছুক্ষণ আগেই অন্য একটি বিষয়ে এখানে এসেছিলাম, তখন কেউ আমাকে ধসের বিষয়ে কিছু জানায়নি। জানালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম, এতটা ক্ষতি হত না।” ঘটনার পর গ্যাস কোম্পানির কন্ট্রাক্টররা দ্রুত এসে ধসের অংশটিকে পাইপ দিয়ে ঘিরে রাখেন, যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। যদিও এলাকাবাসীদের আশঙ্কা, এই অস্থায়ী ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বর্তমানে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ। স্থানীয় প্রশাসন ও গ্যাস সংস্থার প্রতিনিধিদের দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা, যাতে ভবিষ্যতে আর এ ধরনের বিপদ না ঘটে।








