এই মুহূর্তে জেলা

চন্দননগরে ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজার পরিসমাপ্তি, গঙ্গায় মহা নিরঞ্জন

হুগলি, ১ নভেম্বর:- আজ গঙ্গার ঘাটে নিরঞ্জনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটল চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজার। এবারের পাঁচ দিনের জগদ্ধাত্রী উৎসব চন্দননগরবাসীর মনে একদিনের অতিরিক্ত আনন্দের স্মৃতি রেখে গেল। সকাল থেকেই শহরজুড়ে উৎসবের আবহ—প্রথমে সিঁদুর খেলা, তারপর বিশাল আকৃতির দেবী প্রতিমা লরিতে তুলে গঙ্গার উদ্দেশ্যে যাত্রা—দৃশ্যটি সত্যিই নজিরবিহীন।

বিভিন্ন পুজো কমিটির ভলেন্টিয়াররা আবির খেলতে খেলতে, বাজনার তালে নেচে নেচে পৌঁছান পানিঘাটে। দিনের বেলায় যারা রাতের আলোক শোভাযাত্রায় অংশ নিচ্ছেন না, তারা আজই সেরে ফেলেছেন নিরঞ্জন। লরি সমেত প্রতিমা নিয়ে এসে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করেছে। চন্দননগরের গর্ব জগদ্ধাত্রী পূজা আবারও প্রমাণ করল তার ঐতিহ্য ও আবেগের গভীরতা।