এই মুহূর্তে জেলা

পুজোর ছুটিতে এসে আর কর্মস্থলে ফেরা হলনা! গতির বলি ভারতীয় অগ্নিবীর জওয়ান।

হুগলি, ২৭ অক্টোবর:- পুজোর ছুটিতে বাড়ি এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক অগ্নিবীর জওয়ান। মৃতের নাম অনুরাগ কুমার সিং(২২)। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটের দিক থেকে তিনটি বাইক দ্রুতগতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময় এক বিকট শব্দ শুনতে পান গঙ্গার ঘাটে বসে থাকা মানুষজন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি স্কুটিতে থাকা দুই আরোহীর সঙ্গে পিছন দিক থেকে আসা দুটি বাইকের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই প্রায় ৫ থেকে ৬ জন রাস্তার দুই পাশে ছিটকে পড়েন। আহতদের মধ্যে একজন মহিলা ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখমদের ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনুরাগ কুমার সিং-কে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত অনুরাগ কুমার সিং ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর পদে কর্মরত ছিলেন এবং তাঁর কর্মস্থল ছিল জম্মু-কাশ্মীরে। তিন বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ছুটিতে হুগলির সাহাগঞ্জের ডানলপের বাড়িতে এসেছিলেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও বন্ধুমহলে। ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। তিনি বলেন, “রাতের অন্ধকারে গঙ্গার ধারে দ্রুতগতিতে বাইক চালানোর প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। আজকের এই দুর্ঘটনা সেই বেপরোয়া গতিরই ফল। আমরা প্রশাসনকে আবারও অবগত করব যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও কড়া নজরদারি চালানো হয়।” স্থানীয় মানুষদের দাবি, এলাকায় নিয়মিত পুলিশ টহল ও নজরদারি বাড়ানো না হলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।