হুগলি, ৭ সেপ্টেম্বর:- দীর্ঘ ৯ বছর পর রাজ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা। ২০১৬ সালে শেষবার হয়েছিল এই পরীক্ষা। দুপুর ১২:০০ টায় পরীক্ষা শুরু হবে আর শেষ হবে দুপুর দেড়টায়। পরীক্ষার্থীরা দেড় ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য।
ইতিমধ্যেই ব্যান্ডেল হুগলি গার্লস হাইস্কুল, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্র সকাল থেকেই পরীক্ষার্থীদের দেখা গেল তালিকা মিলিয়ে নিতে, যদিও বারোটা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল থেকেই তারা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতন করা হয়েছে পুলিশ।