হুগলি, ৪ সেপ্টেম্বর:- চুঁচুড়ায় হুড়মুড় করে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। যে রাস্তার উপরে বাড়ি ভেঙে পড়ে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন। তাই বড় দুর্ঘটনা করতে পারতো। স্থানীয় বাসিন্দারা জানান, চুঁচুড়া এখন বাজার চন্ডী বাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে। তার নিচে একটি লন্ড্রি দোকান আছে। বাড়িটি অনেকদিন ধরেই ভগ্ন দশাই পড়ে রয়েছে। একাংশে একজন ভাড়াটে থাকেন। বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত। যেকোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভা কে জানিয়েছিলেন। কিন্তু পুরসভা থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার। আসে চুঁচুড়া থানার পুলিশ, ট্রাফিক। গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়। কাউন্সিলর জানান, বাড়ির মালিক কে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে। স্থানীয়দের আশঙ্কা বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোন বিপদ হতে পারে। বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পরেছে। তাই আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ।









