এই মুহূর্তে জেলা

ধর্মতলায় মঞ্চ ভাঙার প্রতিবাদে, বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল তৃণমূলের।

হুগলি, ২ সেপ্টেম্বর:- বাংলা বিদ্বেষী আচরন যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাথা ছাড়া দিচ্ছে, তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন, বের করা হয় প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বিকালে বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সারা এলাকা পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং হুগলী জেলা ও জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। তিনি জানান দেশের যেখানে যেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে সেই সব জায়গায় বাঙ্গালীদের উপর নেমে আসছে ভাষা অত্যাচার।

বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর বাংলাদেশী ছাপ দাগিয়ে পরিযায়ী বাঙালীদের ওপর অমানুষিক অত্যাচার এর সঙ্গে সঙ্গে তাদের দেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি, তারই প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু গত সোমবার যেভাবে ওই মঞ্চটি ভেঙে দিয়েছে তার প্রতিবাদের গর্জে উঠেছে তৃণমূলের সর্বস্তরের কর্মীরা। মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরা বাংলার মানুষের কাছে যাবে, সেই মতো আজকে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ীদের উপর যে অত্যাচার চলছে তার প্রতিবাদ করলাম, এবং আগামী ২৬শে নির্বাচনে পশ্চিমবাংলার ন কোটি মানুষ এর সমোচিত জবাব দেবে।