এই মুহূর্তে জেলা

রেলের প্রতিমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ রচনা, সাংবাদিকদের সামনে পেশ করলেন নথি।

হুগলি, ৩০ আগস্ট:- কেন্দ্রের রেলের প্রতিমন্ত্রী রনবীর সিং বিট্টুর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতা মেট্রো রেল উদ্বোধনে এসে তিনি দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের কোনও সাংসদ নাকি কখনও রেলের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেননি। এই মন্তব্যকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

শনিবার তিনি সাংবাদিক বৈঠক করে প্রতিমন্ত্রীর বক্তব্যকে কার্যত ‘ভিত্তিহীন’ আখ্যা দেন। সাংবাদিকদের সামনে তিনি একে একে সেই সমস্ত সরকারি নথি, আবেদনপত্র ও চিঠিপত্র তুলে ধরেন, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে— রেল প্রকল্পের উন্নয়ন ও যাত্রী পরিষেবার স্বার্থে তিনি নিজে এবং অন্য সাংসদরা বারবার কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।