এই মুহূর্তে জেলা

পুজোর আগে রাস্তাঘাট সারানোর উদ্যোগ হুগলী-চুঁচুড়া পুরসভা কর্তৃপক্ষের।

হুগলি, ২৮ আগস্ট:- চুঁচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি-চুঁচুড়া পুরসভা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তাই দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে সারানোর উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে, বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায়, টিকসই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই হুগলি মোড় থেকে পিপুলপাতি পর্যন্ত বিবেকানন্দ রোডে তাপ্পি মারার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে হাসপাতাল রোড সহ শহরের বিভিন্ন পিচের রাস্তায় মেরামতির কাজ চলছে। তবে বৃষ্টির মধ্যেই কাজ হওয়ায় তা কতটা টিকবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইঞ্জিনিয়ারদের মতে, “পিচের সবচেয়ে বড় শত্রু জল”, অথচ ভরা বর্ষায়ই কাজ চলছে।

ঠিকাদাররা দাবি করেছেন, যতটা সম্ভব রাস্তার ক্ষতি আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুজোর আগেই রাস্তা করার নির্দেশ থাকায় বাধ্য হয়েই কাজ চালাতে হচ্ছে। পুর-পারিষদ (পূর্ত) সৌমিত্র ঘোষ বলেন, “কিছুদিন আগেই মানুষ অভিযোগ করছিলেন, রাস্তার জন্য যাতায়াত সম্ভব হচ্ছে না। এখন আবার বলছেন কেন কাজ হচ্ছে। আবহাওয়া তো হঠাৎ বদলে যায়, সেটা পুরসভা আগে থেকে জানবে কী করে? আমরা তো আর জ্যোতিষী নই।” প্রশ্ন উঠছে, ভরা বর্ষায় শুরু হওয়া এই কাজ আদৌ টিকবে তো?