এই মুহূর্তে জেলা

আবার রাত দখল! দোষীদের শাস্তির দাবিতে রাজপথে হাজার হাজার মানুষ

হুগলি, ১৪ আগস্ট:- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। দোষীদের শাস্তির দাবিতে পথে নামে হাজার হাজার মানুষ। স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস।সেই কান্ডের এক বছর পার হয়েছে। একজন দোষী জেলের সাজা হয়েছে।চিকিৎসকের মা বাবা মনে করে তারা সঠিক বিচার পাননি ।সে সময় যারা আন্দোলন করেছিলেন তারাও মনে করেন এই ঘটনার সঠিক বিচার এখনো বাকি। বিচার মেলেনি তাই বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। চন্দননগর পান্ডুয়া চুঁচুড়া শ্রীরামপুর উত্তরপাড়া কোন্নগর সিঙ্গুর বলাগড় সহ হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় রাত দখল কর্মসূচি নেওয়া হয়। পান্ডুয়া অভয়া

মঞ্চের আহবানে পান্ডুয়া শশীভূষণ সহ উচ্চ বিদ্যালয় এর সামনে রাত দখল কর্মসূচি করা হয়। সাংস্কৃতিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন এখানে পান্ডুয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়েছিল। উপস্থিত ছিল পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন সহ পান্ডুয়ার আরও অন্যান্য বুদ্ধিজীবী মানুষরা। এদিনের এই অভয়া মঞ্চ থেকে নাচ গান কবিতা আবৃত্তি সহ অন্যান্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরজি কর কান্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে ঘটনার সঠিক বিচারের দাবি জানানো হয়। চুঁচুড়া মাঠের ধারে রবীন্দ্র ভবনের সামনে চুঁচুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে রাত দখলের কর্মসূচী নেওয়া হয়।সেখানে অভয়া আর তামান্নার হত্যাকারীদের শাস্তির দাবী করা হয়। চন্দননগর স্ট্যান্ডেও রাত দখল করে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস।