হুগলি, ১১ আগস্ট:- প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। আজ চুঁচুড়ায় তার ‘কুঁড়েঘর’ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অকৃতদার কৃপাসিন্ধু সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন।২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
আজ তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা। কৃপাসিন্ধু সাহা হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। নেতাজীর আদর্শে রাজনীতি করতেন। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল। তার মত ভদ্র মানুষ রাজনীতিতে বিরল।