হুগলি, ৫ আগস্ট:- মঙ্গলবার বিকেলে চুঁচুড়ার ১২ নম্বর ওয়ার্ডের তামলিপাড়া এলাকায় একটি পুরনো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। তবে পাশের একটি বাড়ির পাঁচিল ভেঙে যায় এবং সেই বাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক বৃদ্ধা ঘরের ভিতরেই আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পুরপারিষদ জয়দেব অধিকারী। সঙ্গে সঙ্গে পুরকর্মীদের নিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি দলও। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। জয়দেব অধিকারী জানান, বাড়িটি আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু শরিকি বিবাদের কারণে পুরসভা যথাসময়ে বাড়িটি ভাঙতে পারেনি। এদিন পাশের বাড়ির রাস্তা পরিষ্কার করে আটকে পড়া বৃদ্ধাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু পুরনো এবং জীর্ণ এই ধরনের বাড়িগুলো যথাসময়ে না ভাঙার ফলেই বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাঁরা পুরসভার কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।