এই মুহূর্তে জেলা

ডানকুনির তৃণমূল কাউন্সিলরদের দু জায়গায় ভোটে নাম নিয়ে বিরোধী দলনেতার প্রশ্ন, পাল্টা তৃণমূলও।

হুগলি, ৪ আগস্ট:- ডানকুনি পুরসভার তৃনমূল কাউন্সিলর কবিরুল আলমের দুই জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, নিজের ফেসবুক দেওয়ালে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা বিধায়ক হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন এর দাবী, বিজেপির এক নেতা পরাগ তরু মিত্রের দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। পরাগ মিত্রের চাঁপদানি বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভা দু জায়গাতেই নাম আছে। অরিন্দম গুঁইন বলেন, চাঁপদানীর বিজেপি প্রার্থী দিলীপ সিং এর নির্বাচন এজেন্ট ছিলেন পরাগ মিত্র। তার নাম দু জায়গায় রয়েছে।

নির্বাচন কমিশনের যারা ভোটার তালিকার কাজ করেন তাদের জন্যই এসব হচ্ছে। এই কারনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভুতুড়ে ভোটার। শ্রীরামপুরে নাম আছে আবার জম্মু কাশ্মীরেও নাম আছে এমনও দেখা যাচ্ছে। কবিরুলের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে তার পুরনো জায়গার নাম কাটানোর জন্য আবেদন করেছিল। কিন্তু যে কোন কারণেই হোক সেই নাম বাদ যায়নি। যারা নির্বাচন কমিশনের কাজ করে তাদের জন্যই এই ধরনের ঘটনা ঘটে। এই ব্যর্থতা নির্বাচন কমিশনের।