হুগলি, ৪ আগস্ট:- শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। লক্ষাধিক ভক্তের ভিড়ে গোটা মন্দির চত্বর গমগম করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। রবিবার রাত থেকেই তারকেশ্বরের দিকে মানুষের স্রোত শুরু হয়েছে। সোমবার ভোর থেকেই তা তারকেশ্বর ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভক্তদের ভিড় সামাল দিতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ভক্তরা নিজেদের নানা থিমে সাজিয়ে তারকেশ্বরের দিকে যাত্রা করছেন। ‘অপারেশন সিঁদুর’ থিমে সেজে এসেছে একদল ভক্ত। এছাড়া, শিবের বিভিন্ন রুপের থিম তো রয়েইছে। শ্রাবণ মাসের চারটি সোমবারকে শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে ধরা হয়। ভক্তদের বিশ্বাস, এই দিনে শিবের মাথায় জল ঢাললে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং মনস্কামনা পূরণ হয়। সেই বিশ্বাস নিয়েই বহু দূর থেকে কষ্ট করে তারা তারকেশ্বরে এসেছেন।