হুগলি, ২৭ জুলাই:- পোলবার মেঘসার সমবায় নির্বাচনের দিন ছিল আজ। বোর্ড গঠনে ৯ টি আসনের জন্য নির্বাচনে তৃনমূল সমর্থিতরা ছাড়া অন্য কোনো দল মনোনয়ন জমা দেয়নি। নিয়ম অনুযায়ী বিরোধী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় তৃনমূল। আর এই জয়ের আনন্দে সবুজ আবির মেখে ঢাক বাজিয়ে বিজয়উল্লাস করতে দেখা যায় তৃনমূল সমর্থকদের। বিজেপির স্থানীয় নেতা শুভজিৎ ভাওয়াল বলেন, কবে মনোনয়ন হলো কবে প্রত্যাহারের দিন ছিল সেসব কিছুই জানায়নি। তৃণমূল সব চুপিচুপি করেছে। এটাই ওরা সর্বত্র করছে।
বিরোধীদের গণতন্ত্রের সুযোগ দেব না সেই ধারাবাহিকতাই চালিয়ে যাচ্ছে। তৃনমূল নেতা দেবব্রত দাস বলেন, মহানাদ গ্রাম পঞ্চায়েত তৃনমূল যেভাবে কাজ করেছে তাতে এলাকার মানুষ খুশি। ২০১৭ সালে মেঘসার সমবায়ে সিলেকশান হয়েছিল। এবার নির্বাচন হওয়ায় কথা ছিল। কিন্তু বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। সরকারি নিয়ম মেনে একটা সমবায়ের নির্বাচন হয়। তার মনোনয়ন জমা দেওয়া প্রত্যাহার করা ভোট হওয়া। আসলে বিজেপি মানুষের সাথে থাকে না তাই তারা খোঁজও রাখেনা। ফেসবুকে থাকলে দল হয় না।দল করতে গেলে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হয়। এটা তৃণমূল কংগ্রেস সারা বছর থাকে।