হুগলি, ২৬ জুলাই:- চন্দননগর কর্পোরেশনে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার চার বিজেপি কর্মি। পুলিশ জানিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকা দীর্ঘ। তবে আপাতত চারজনকে গ্রেফতার করে চন্দননগর আদালতে পেশ করা হয়। বেহাল রাস্তা সারানো, বেআইনি নির্মান বন্ধ, শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশার প্রতিবাদ সহ সাতদফা দাবীতে গত বৃহস্পতিবার চন্দননগর কর্পোরেশনে মেয়রকে স্মারকলিপি দিতে যায় বিজেপি। কর্পোরেশনে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।
বিজেপি কর্মিরা পুলিশের সঙ্গে বচসায় জরায়। ঠেলাঠেলি হয় দুই পক্ষের। এরপর জোর করে কর্পোরেশন অফিসে ঢুকে পরে বিজেপি কর্মিরা। মেয়র রাম চক্রবর্তীর ঘরের সামনে বিজেপি দলের পতাকা নিয়ে বিক্ষোভ করে। মেয়রের চেম্বারের সামনে বসে পরে। মেয়র সেসময় উপস্থিত না থাকায় বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখিয়ে তারা ফিরে যায়। এই ঘটনায় চন্দননগরের বাসিন্দা বিজেপি কর্মী, শচীন সিং, রামবাবু সাউ, কিরন অধিকারী ও আনন্দ পাসওয়ানকে গতকাল গ্রেফতার করে আজ চন্দননগর আদালতে পেশ করে পুলিশ।










