হুগলি, ১৭ জুলাই:- মিছিল করে গিয়ে উত্তরপাড়া কলেজে গেটে বিক্ষোভ এসএফআই এর। এসএফআই জেলা সম্পাদক অর্নব দাসের অভিযোগ, কলেজে কলেজে বেআইনি ছাত্র সংসদ চলছে। ২০১৭ সালের পর কোনো কলেজে নির্বাচন হয়নি। অথচ কলেজে ছাত্র ইউনিয়ন চলছে। উত্তরপাড়া রাজা প্যারী মোহন কলেজে তৃনমূল ছাত্র পরিষদের নেতারা চাকরি করছেন আর তাদের বেতন হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি শুভদীপ মুখার্জি বলেন, আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে আর তার মধ্যে মাইক বাজাচ্ছে এসএফআই। এটা কি ধরনের রাজনীতি। পরীক্ষার্থীদের যে অসুবিধা হল তার দা কে নেবে। নির্বাচন সবাই চায়। আমাদের রাজ্য সভাপতি টিনাঙ্কর ভট্টাচার্য বলেছেন আজকে নির্বাচন হলে আজকেই আমরা প্রস্তুত আছি।
হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা নির্বাচন লড়বো এবং হুগলি জেলার প্রত্যেকটা কলেজে জিতব। ওরা বলছে অবৈধ।কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ওরা ঠিক করবে নাকি। হাইকোর্ট যেদিন বলেছে সেদিন থেকে প্রত্যেকটা কলেজের ইউনিয়ন রুম বন্ধ আছে। এর জবাব আমরা দিতে পারতাম। তোমরা গণতন্ত্রে বিশ্বাসী। মনোজিৎ একটা হয়েছে তা বলে সবাইকে দাগিয়ে দেওয়া ঠিক নয়। আমাদের দল কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ কারণে কসবা ল কলেজে ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে।কেউ মনোজিৎ কে সমর্থন করে না। হুগলি জেলার প্রত্যেকটা কলেজে সুস্থ পাঠানোর পরিবেশ বজায় রয়েছে। ওরা যতই অভিযোগ করুক।