হুগলি, ৮ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন্ন হুগলির তারকেশ্বরে “শ্রাবণী মেলা” উপলক্ষ্যে এক বিশেষ বৈঠকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী সহ জেলার অন্যান্য বিধায়করা। এদিন তারকেশ্বর গেস্ট হাউসে শ্রাবনী মেলা উপলক্ষ্যে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। একমাসের এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক বৈঠক হয়। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলী জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীন পুলিশসুপার কামনাশীষ সেন সহ রেল দপ্তরের আধিকারিকরা। আগামী গুরু পূর্নিমা থেকে রাখী পূর্ণিমা পর্যন্ত একমাস ব্যাপী চলে এই শ্রাবনী মেলা।
হুগলির বৈদ্যবাটির গঙ্গা থেকে জল তুলে লক্ষ লক্ষ পূর্নার্থীরা তারকেশ্বর রোড ধরে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন দিঘা রথযাত্রা, গঙ্গাসাগর মেলা সুসম্পন্ন করা হয়েছিল, ঠিক সেইভাবে শ্রাবনী মেলা কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আজকের এই বৈঠক হয়। মন্ত্রী বেচারাম মান্না বলেন, তারকেশ্বর মন্দিরে আসা প্রত্যেক তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পাশাপাশি এইবছর একটা নুতন সরকারী ওয়েবসাইট চালু করা হবে। যে ওয়েবসাইট দেখে প্রত্যেক তীর্থযাত্রী যাতায়াত, চিকিৎসা, খাওয়াদাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত রেল ও সড়ক পরিবহনের তথ্য দেওয়া থাকবে।