হুগলি, ৮ জুলাই:- চন্দননগর: প্রয়াত হলেন হুগলির বিশিষ্ট সাংবাদিক নীলরতন কুণ্ডু। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ১৯৮১ সাল থেকে ‘আজকাল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন নীলরতনবাবু। উল্লেখযোগ্যভাবে ১৯৮০ সালে ওই সংবাদপত্রের পথচলা শুরু হয়। প্রায় শুরু থেকেই সংবাদপত্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজের লেখনী ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকতা জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তাৎক্ষণিক কবিতা লেখাতেও সমান পারদর্শী ছিলেন নীলরতন কুণ্ডু।
শুধু নিজে সংবাদ লিখেই থেমে থাকেননি, তাঁর অনুপ্রেরণায় ও তত্ত্বাবধানে অনেক তরুণ আজ জেলার সাংবাদিক হিসেবে সুপ্রতিষ্ঠিত। এক সময়ে হুগলি জেলার হাতে গোনা কজন বিশিষ্ট সাংবাদিকের মধ্যে অন্যতম ছিলেন তিনি। পেশাগত সৎ নিষ্ঠা, খবর সংগ্রহের দক্ষতা ও স্পষ্ট মত প্রকাশের জন্য দীর্ঘ কর্মজীবনে অর্জন করেন বিপুল সুনাম। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল সহ চন্দননগরের বহু সাংস্কৃতিক ও সামাজিক মহল। সকলেই মনে করছেন, একজন অভিজ্ঞ সাংবাদিক এবং ভাল মানুষকে হারাল হুগলি জেলা।