এই মুহূর্তে জেলা

হুগলি ইমামবাড়া থেকে বের হল তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল।

হুগলি, ৬ জুলাই:- হুগলি ইমামবাড়া থেকে বের হল তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল। আজ মহরম। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এটি শোকের উৎসব। হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়াতে প্রতিবছর পালন করা হয় মহরম উৎসব। গত বৃহস্পতিবার থেকে ইমামবাড়াতে শুরু হয়েছিলো মহরম উৎসব। এই উপলক্ষে ইমামবাড়া কে সাজানো হয়। আজ উৎসবের শেষ দিন। এদিন ইমামবাড়া থেকে তাজিয়া নিয়ে ইসলাম ধর্মাবলম্বি মানুষরা কালো পোশাক পড়ে শোক মিছিলে সামিল হয়। এদিন তারা বুক চাপড়ে হায় হাসান হাই হুসেন বলতে বলতে এগিয়ে চলে কারবালা প্রান্তরের দিকে। কারবালা প্রান্তরের পুকুরে গিয়ে নিশান ঠান্ডা করে সমাপ্ত হয় এই মহরম উৎসবে।