হুগলি, ১৩ জুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রিষড়ার পশ্চিমপাড়ে দক্ষিণপাড়ার মনসা তলায় আশি বছরের প্রাচীন মনসা পূজো। বেলুড় মঠের মহারাজ এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, এলাকার পুরসদস্য মনোজ গোস্বামী, পুর সদস্যা ঝুম্পা দাস সরকার, পুর সদস্য কিশোর ঘোষ, পুরসদস্য অভিজিৎ দাস প্রাক্তন পুরসদস্য শুভজিৎ সরকার সহ বহু বিশিষ্টজনেরা।
এই উপলক্ষে প্রতি বছরের মত এবছরও এলাকায় একটি জমকালো মেলা বসেছে। প্রতিদিন প্রচুর মানুষ মেলায় এসে তাদের গৃহস্থলীর পছন্দের জিনিসপত্র কেনাকাটা করছেন, এছাড়া প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। এর সঙ্গে প্রতিদিন চলছে মায়ের আরাধনা, আরতি। দূর দূরান্তের মানুষজন এসে এই প্রাচীন মনসা পূজায় অংশ নিচ্ছেন এবং মা মনসার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন।