হুগলি, ২ জুন:- পকসো আদালতের অভিযুক্ত অসীম মজুমদারকে ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পাঁচ টাকার বিস্কুটের লোভ দেখিয়ে বিকৃত মানসিকতার এক জন বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষন করে খুন করেছে। তাই তার ক্যাপিটাল পানিশমেন্ট চাই।
আরজি কর ঘটনার পর অনেক আন্দোলন হয়েছে। গ্রামে জেলায় হলে তাদের দেখা যায়না। জুনিয়ার ডাক্তারদেরও দেখা যায়নি। আমরা আছি। সরকার আছে। অভিযুক্তের সর্বোচ্চ সাজা দিতে হবে। নাবালিকার মাকে আশ্বাস দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।