হুগলি, ২৬ মে:- সিঙ্গুরের বারুইপাড়ার বাসিন্দা প্রৌঢ়া উমা মালিকের মাস দুয়েক ধরে পেটে সমস্যা দেখা দেয়।ভার ভার ছিল পেট।খিদে পেত না, অল্প খেলেই পেট ভরে যেত। প্রথমে বুঝতে পারেননি কি থেকে এমনটা হচ্ছে। সপ্তাহ খানেক আগে পেটে ব্যাথা শুরু হয় তার। সিঙ্গুর গ্রামীন হাসপাতালে ডাক্তার দেখাতে যান। আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তার বাবু। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পরে টিউমার আছে পেটে।
তখনো রোগি বা তার পরিবার জানতেন না ঠিক কত বড় টিউমার রয়েছে। বারুইপাড়ার একটি নার্সিংহোমে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহার তত্ত্বাবধানে রবিবার হয় অস্ত্রোপচার।আট কেজি ওজনের টিউমার বের করা হয়।নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় এর আগে একবার সাড়ে সাত কেজি ওজনের টিউমারের অস্ত্রোপচার হয়েছিল এক রোগির। কিন্তু ৮ কেজি টিউমার এই প্রথম। টিউমার বি নাইন নাকি ম্যালিগন্যান্ট তা পরীক্ষার জন্য বায়োপসি করতে পাঠানো হয়েছে।
রিপোর্ট এলে রোগির চিকিৎসা শুরু হবে। আপাতত তিনদিন নার্সিংহোমে ভর্তি থাকার পর ছুটি দেওয়া হবে। প্রৌঢ়ার আত্মীয় সৌমেন কোলে বলেন,প্রথমে বুঝতে পারেনি পিসিমার পেটে এত বড় টিউমার আছে। পরীক্ষার পর যখন ধরা পড়ে। তখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয় ডাক্তার ও তাড়াতাড়ি অস্ত্র প্রচারের কথা বলেন।অস্ত্রোপচারের পর ৮ কেজি বেশি ওজনের টিউমার বের হয়েছে।পিসি এখন সুস্থ আছে।আমরা চাইছি তাকে যাতে বাড়ি নিয়ে যেতে পারি।