হুগলি, ১৫ মে:- শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেবেন এই মর্মে বহু মানুষের থেকে টাকা তোলে ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানী নামে মগড়ার এক সংস্থা।বছর খানেক আগে সংস্থায় টাকা দিয়ে কয়েক মাস টাকা ফেরত পাবার পর আর টাকা পাননি আমানতকারীর। টাকা না পেয়ে মগড়া থানায় অভিযোগ করেন প্রতারিতরা।
রাজ্য সরকারের ইওডব্লিউ ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স এর তদন্ত শুরু করে। জানা গেছে প্রায় পাঁচ কোটি টাকা প্রতারনা করা হয়েছে ওই সংস্থার তরফে।সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই সংস্থার এক ডিরেক্টরকে গ্রেফতার করে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে সোমনাথ মুখোপাধ্যায় জানান, কোটি টাকা তোলা হয়েছে। তিনি একা নন আরো অনেকে আছেন। তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে মনে হচ্ছে তার।