কলকাতা, ২৯ এপ্রিল:- ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার অগ্নিকাণ্ডের ঘটনা মেছুয়া বাজারে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকা সূত্রে জানা যাচ্ছে একটি হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের।
ওই হোটেলে থাকা বিভিন্ন কর্মীদের এবং পাশাপাশি বিল্ডিং এ থাকা বিভিন্ন মানুষেরা ঝাপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। সেই চেষ্টায় বেশ কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। তবে শহর কলকাতায় এরকম বড় অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্টই শিহরণ ফেলছে মানুষের মনে