এই মুহূর্তে জেলা

ওষুধের মূল্যবৃদ্ধি ও মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল পান্ডুয়ায়।

হুগলি, ৭ এপ্রিল:- পান্ডুয়া জিটি রোডে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। আজ সোমবার বৈকাল পাঁচটা থেকে পান্ডুয়া মেলাতলা সংলগ্ন এলাকা থেকে জিটি রোড ধরে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে পান্ডুয়া তেলিপাড়া কালনা মোড় হয়ে পান্ডুয়া কলবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল যায়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ পান্ডুয়া ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। পাশাপাশি উপস্থিত ছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে সন্ধ্যা সাতটা নাগাদ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান নিত্য প্রয়োজনীয় জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অপমান করবার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ওয়াকআপ বিলের প্রতিবাদে ও কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে আজকের তাদের এই প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে দিন পান্ডুয়া কল বাজার জি টি রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ায় দলীয় নেতা কর্মীরা।