এই মুহূর্তে জেলা

সাথে কীর্তনের দল, হুগলিতে রাম নাম করলো তৃণমূলও, রাম নবমীতে চমক দিলেন চুঁচুড়ার বিধায়কের।

হুগলি, ৬ এপ্রিল:- ২০১৯ সাল। সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল, এবার ২০২৫। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি।সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান জানাচ্ছেন। দিকে দিকে এনিয়ে উৎসাহ তুঙ্গে উঠেছে। তবে বিজেপি একাই রামনবমী উপলক্ষে মিছিল করবে এমনটা নয়। এদিন রামনবমীর দিন মিছিল করে চমক দিলেন তৃণমূল। একেবারে চুঁচুড়া তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল পৌঁছালো চুঁচুড়ার ঘড়ির মোড়ে। রাস্তায় হল রাম নাম, সঙ্গে ছিল ট্যাবলো সহকারে ৎরাম সীতার ছবি। চলল নাম সংকীর্তন হবে। সাথে পায়ে পা মেরালেও রাম সীতাও। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এনিয়ে রীতিমতো উৎসাহিত ছিলেন, তিনি বলেছিলেন, দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।

অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কলুষিত করছে তাদেরকে বোঝানোর জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে কোনও সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না। দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।’ তবে এবারে করে দেখিয়ে দিলেন, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কেবলমাত্র বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীতে রাস্তায় নামবেন এমনটা নয়, এবার তৃণমূল বিধায়কও কার্যত বড় কর্মসূচি করে দেখালেন। তবে এবারই প্রথম নয়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এর আগেও নানা ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, যা বেশ চমকপ্রদ। এদিকে রামনবমীর কর্মসূচিকে জেলায় জেলায় সফল করতে মরিয়া বিজেপি। নানা কর্মসূচি নিচ্ছে তারা। এসবের মধ্য়েই পালটা বিজেপিকে দমাতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। এদিন বিধায়ক অসুখ মজুমদার বলেন আমাদের মিছিলে কোন অস্ত্রের ঝঞ্জনা আমি দেখতে পাবেন না, আমাদের মিছিল মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছাবে।