এই মুহূর্তে জেলা

কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগর এলাকায় একটি জলসত্র তৈরীকে কেন্দ্র করে বিতর্ক।

হুগলি, ১ এপ্রিল:- ঠান্ডা জলের মেশিন, পাম্প রিজার্ভার কিছুরই ব্যবস্থা হয়নি।শুধু জলসত্রের ঘর করে তা উদ্বোধন করে দেওয়ায় বিতর্ক।তরঘরি উদ্বোধনের ফলক খুলে নেওয়া হল। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলছত্র করা হচ্ছে। গ্রামবাসীদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি এই জলসত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। আদর্শ নগর এলাকায় একটি জলছত্র করা হয়।যার খরচ হিসেবে ফলকে লেখা হয় ৩,৬৮,৭০৩ টাকা। সেই জলছত্র উদ্বোধন করেন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান। যদিও দেখা যায় জলসত্রের জলের পাম্প বসানো হয়নি। ঠান্ডা জলের মেশিন রিজার্ভার কিছুই বসেনি। অসম্পূর্ণ অবস্থায় কি করে জলছত্র উদ্বোধন হলো তা নিয়ে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি ওই ফলক খুলে ফেলা হয়।

সিপিআইএম এর কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক আশীষ দে ও বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক পাপ্পু সিং এর অভিযোগ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নয়ছয় করছে পঞ্চায়েত। যে জিনিস তৈরি হলো না উদ্বোধন হলো কি করে প্রশ্ন তাদের। যদিও কানাইপুর পঞ্চায়ের উপপ্রধান ভবেশ ঘোষ দাবি করেন, রাজমিস্ত্রির ভুলেই ওই ফলক লেগেছিল। ঈদের ছুটি থাকায় কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করে জলছত্র চালু করা হবে। এখনো বিল পেমেন্ট হয়নি।সব জেনে শুনেও বিরোধীরা রাজনীতি করার জন্য এসব বলছে।