এই মুহূর্তে জেলা

পান্ডুয়া এসে ঈদের শুভেচ্ছা জানালেন রচনা।

হুগলি, ৩১ মার্চ:- গতবছর প্রার্থী হিসেবে এসেছিলাম, এ বার সাংসদ হিসেবে এলাম। পাণ্ডুয়ার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে। সকলকে ইদের শুভেচ্ছা। সোমবার সকালে ইদের নামাজ উপলক্ষে পাণ্ডুয়ার কলবাজারে এসে এ ভাবেই পাণ্ডুয়াবাসীর মন জয় করতে চাইলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে এ দিন সকালে কলবাজারে জিটি রোডের উপর নামাজ পাঠ অনুষ্ঠিত হয়।

প্রত্যেক বারের ন্যায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রত্না দে নাগ সহ ত্রিস্তর পঞ্চায়েতের স্থানীয় সদস্যরা। রচনার ধারণা কলকাতার রেড রোডের পরে রাস্তার উপর সব থেকে বড় আকারে ইদের নামাজ হয় পাণ্ডুয়ায়। এ দিন ধূসর সাদার উপরে ফুল ছাপা চুড়িদার পড়ে এসেছিলেন রচনা। তিনি বলেন, আজকে সাদা, অফ হোয়াইট। আজকে পবিত্র দিন, ইদের দিন আজকে সাদা পরবো না তো করে পরবো!