হুগলি, ২৮ মার্চ:- শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২০২৩ সালে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সান্তনু বন্দ্যোপাধ্যায়। ১৪ই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তাকে। টানা দু’বছর জেলবন্দী থাকার পরে অবশেষে কিছুদিন আগে বলাগড়ে বারুইপাড়ার বাড়িতে ফিরেছেন তিনি।
তাকে আমন্ত্রণ জানাতে আগের দিনে তার বাড়িতে আয়োজন করা হয়েছিল বিভিন্ন কিছু। আজ শুক্রবার সকালে প্রথমে শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিলেন তিনি। তারপর সেখান থেকে বৈদ্যবাটিতে গঙ্গার ঘাটে জলে তুলে বাবা মুক্তেশ্বরের মাথায় জল ঢেলে সেখানেও পুজো দিলেন তিনি। তার ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তার দলীয় কর্মীরা মানত করে তার জন্য সেই মানত মেটাতেই আজ বিভিন্ন জায়গায় পূজা পাঠ সারছেন তিনি।