হুগলি, ২২ মার্চ:- গত কয়েক দিন ধরে হুগলির চুঁচুড়া শহরে ব্যানার যুদ্ধ শুরু হয়েছে। ঘড়ির মোড় ঢেকেছে ব্যানারে ফ্লেক্সে। জনগণ বলছে, বেকারত্ব মূল্যবৃদ্ধির কথা নাই। ফরোয়ার্ড ব্লকের হুগলি জেলা চেয়ারম্যান সুনীল সাহা বলেন, আমরা বলছি হিন্দু মুসলিম এর বিভেদ নেই। কিন্তু দেশের মানুষ চরম সমস্যায় আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এ নিয়ে আন্দোলন চলছে মানুষের। ফরওয়ার্ড ব্লক দলগতভাবে ১১ই এপ্রিল পার্লামেন্ট অভিযান করছে। সেখানে এই দাবী গুলোই প্রাধান্য পাবে। মানুষের দাবী চাহিদা নিয়ে কেউ কোনো কথা বলছে না। মানুষকে বিভাজিত করার জন্য ধর্মিয় বাতাবরন তৈরী করা হচ্ছে। মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়ে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টাও চলছে। এই কারণেই আমরা ফ্লেক্স লাগিয়েছি। হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই। আসল সমস্যা হল মানুষের জীবন জীবিকার, নারী নিরাপত্তার। মানুষের ঐক্য যাতে গড়ে না ওঠে তার চেষ্টা চলছে। নেতাজী সুভাসচন্দ্র বোস বলেছিলেন রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই। ধর্ম হল নিজস্ব বিষয়।
তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সেখানে স্লোগান ছিল জয় হিন্দ। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি।বিজেপি চাইছে বিভাজন। যেটা আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন যারা বিভেদের রাজনীতি করে তারাই বিভেদের পোস্টার দিচ্ছে। আমরা পশ্চিমবাংলার হিন্দুদের এক হতে বলছি। চারিদিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে ও হিন্দুদের দেবদেবী ভাঙা হচ্ছে। তাই বাংলার হিন্দুদের এক হয়ে বিজেপি কে ভোট দিতে হবে। নাহলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। চুঁচুড়ার শহরবাসী ময়ূখ দত্ত বলেন, কর্ম সংস্থান নিয়ে কথা বলা দরকার। শিক্ষিত বেকারদের নিয়ে ভাবা দরকার।বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে কথা হোক। হিন্দু মুসলিম করে মানুষের লাভ নেই। রাজনৈতিক দল গুলো এসব বিষয় নিয়ে লিখুক।