হুগলি, ২১ মার্চ:- হুগলি-চুঁচুড়া পৌরসভা ও জাতীয় নগর জীবিকা মিশনের (NULM) যৌথ উদ্যোগে চুঁচুড়া শহরের গৃহহীনদের জন্য নবজীবন নামে একটি আধুনিক আশ্রয়স্থলের উদ্বোধন করা হলো। আজ এই মহৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অন্যান্য ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আজকের অনুষ্ঠানে নবজীবনের দ্বার উদ্ঘাটনের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই আশ্রয়স্থলের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
৫০ শয্যাবিশিষ্ট এই আশ্রয়স্থলে চুঁচুড়ার ৫০ জন গৃহহীন মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু আশ্রয়ই নয়, তাদের খাদ্য, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও এখানে থাকবে। সদর মহকুমা শাসক ও চুঁচুড়ার বিধায়ক তাঁদের বক্তব্যে নবজীবনের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই প্রকল্পের আরও উন্নতির ওপর গুরুত্ব দেন। পৌরপ্রধান অমিত রায় ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, আজ থেকেই ১২ জন গৃহহীন মানুষ নবজীবনে বসবাস শুরু করবেন। এছাড়াও, স্বাস্থ্য দপ্তরের সিআইসি উল্লেখ করেন, এই প্রকল্পের মোট ব্যয়ের ১০% জাতীয় নগর জীবিকা মিশন বহন করবে, আর বাকি অর্থের বন্দোবস্ত হুগলি-চুঁচুড়া পৌরসভা ও বিভিন্ন এনজিওর মাধ্যমে করা হবে। নবজীবনের উদ্বোধন শুধু একটি প্রকল্পের সূচনা নয়, এটি অসহায় ও গৃহহীন মানুষের জন্য এক নতুন আশার আলো। এই উদ্যোগ চুঁচুড়া শহরের সমাজকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে চিহ্নিত হবে।