এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে প্রথা মেনেই ‘হোলিকা দহন’।

হাওড়া, ১৩ মার্চ:- বেলুড় মঠে প্রথা মেনে দোলের আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর স্বামীজির বাসভবন সংলগ্ন গঙ্গার ধারে এদিন সন্ধ্যে ৭টা নাগাদ শুরু হয় হোলিকা দহন অনুষ্ঠান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ, ভক্ত ও সন্ন্যাসী মহারাজরা।

দহনের আগে পুজোপাঠ, আরতি ইত্যাদি হওয়ার পরে অগ্নিসংযোগ করা হয়। পুরাতন রীতির সঙ্গে পুরাতন জীর্ণতা মুছে বসন্তের আবাহন অর্থাৎ নবীনবরণ। অনুষ্ঠানের আনন্দে সামিল হন সকলেই। সন্ন্যাসী মহারাজরা গান এবং সংকীর্তন করেন। দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শকরা এদিন উপভোগ করেন গোটা অনুষ্ঠান।