এই মুহূর্তে জেলা

হোলির আগে অভিযান চালিয়ে বাজি ও বাজি তৈরীর মশলা আটক ধানিয়াখালীতে।

হুগলি, ১৩ মার্চ:- ধনিয়াখালী ব্লকের মির্জানগর এলাকায় বেআইভাবে বাজি তৈরি হচ্ছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীন পুলিশ। ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালি রাম গোপাল পাল ও ওসি ধনিয়াখালি কৌশিক দত্তকে নিয়ে অভিযান চালান। দুটি বাড়িতে প্রচুর পরিমাণে বেয়ানি বাজি মজুত করা ছিল।তার মধ্যে বেশ কিছু শব্দ বাজিও রয়েছে। ডিএসপি জানান, পুলিশের কাছে খবর আসে বেআইভাবে কিছু বাড়িতে বাজি তৈরি করা হচ্ছে।

সেই মতো আজকে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি বাড়ি থেকে বাজি ও বাজি তৈরির মসলা প্রায় সাড়ে পাঁচশ কেজি আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি কল্যানীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরনে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ তাই বাজি তৈরীর ব্যাপারে খবর পেলেই ব্যবস্থা নিচ্ছে।