হুগলি, ১৩ মার্চ:- আগামীকাল দোলযাত্রা উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬৫টি ইএমইউ (লোকাল ট্রেন) বাতিল থাকবে। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পূর্ব রেল সূত্রে।
রেলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে হাওড়া- বর্ধমান কর্ড লাইনে আপ এবং ডাউন ১৩টি, হাওড়া- বর্ধমান মেন লাইনে আপ এবং ডাউন ৫টি, হাওড়া – ব্যান্ডেল আপ এবং ডাউন ১৫টি, হাওড়া – শেওড়াফুলি আপ এবং ডাউন ১০টি, হাওড়া – তারকেশ্বর আপ এবং ডাউন ৮টি, হাওড়া- শ্রীরামপুর আপ এবং ডাউন ৪টি, বর্ধমান – কাটোয়া আপ এবং ডাউন ৪টি, নৈহাটি – ব্যান্ডেল আপ এবং ডাউন ৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, দোলযাত্রা উপলক্ষে ওইদিন সকালের দিকেরই এই লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে।