হাওড়া, ৯ মার্চ:- ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মমহোৎসবে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর ৪:৩০ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর দিনভর নানান অনুষ্ঠান রয়েছে। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, ভজন, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান, কবিগান, লোকগীতি। এ ছাড়াও আজকের এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুড় মঠ প্রাঙ্গন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে।
সমগ্র মঠ জুড়েই ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকেই চলছে বেচাকেনা। এছাড়াও বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় সন্ধ্যারতির পর এই অনুষ্ঠানের পরিসমাপ্তি। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে আজ বেলুড় মঠ চত্বরে।