হাওড়া, ৮ মার্চ:- দোলের আগে হাওড়া থেকে ফেক লিকার উদ্ধার করল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি করে সেখান থেকে বিপুল পরিমাণ ফেক লিকার উদ্ধার করেন তারা। হাওড়ার দাসনগর এক্সাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়। সূত্র মারফত খবর আসে একটি হলুদ ট্যাক্সি করে বিপুল পরিমাণ ফেক মদ পাচার করা হচ্ছে। দপ্তরের আধিকারিকরা গাড়িটি চিহ্নিত করেন। হাওড়ার বঙ্কিম সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ট্যাক্সিটি আটকানো হয়। ট্যাক্সি থেকে বিপুল পরিমাণ ফেক মদ যার গায়ে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগানো ছিল।
এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এর স্যাম্পেল কালেক্ট করে ল্যাবে পাঠানো হবে ও টেস্টিং করা হবে। আবগারি দপ্তরের হাওড়া রেঞ্জের অফিসার এম এন খান জানান, তাঁরা বিভিন্ন সময় এই ধরনের অভিযান চালাতে থাকেন। এই অভিযানের মূল লক্ষ্য যাতে বাজারে এই ধরনের ফেক মদ না ছড়িয়ে পড়ে। সেই জন্য এই ধরনের অভিযান চালানো হয় বিভিন্ন সময়ে। এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের মধ্যে রয়েছেন ট্যাক্সি চালক ও অন্য এক ব্যক্তি যিনি ওই ট্যাক্সিতে ছিলেন।