হুগলি, ৮ মার্চ:- নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে নারী দিবসে মিছিল করলো তৃণমূল মহিলা কংগ্রেস। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতি জেলাতেই মিছিল করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মত হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোর পর্যন্ত মিছিল করা হয়।
নারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি প্রকল্প গুলি করেছেন সেই সমস্ত প্রকল্পের প্লাকার্ড গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি এদিনের এই মিছিল থেকে উলু ও শঙ্খ ধ্বনির মাধ্যমে নারীদেরকে শুভেচ্ছা ও জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জী।