এই মুহূর্তে জেলা

কুম্ভ ফেরত বাস দুর্ঘটনা হুগলিতে

হুগলি,২ মার্চ:- কুম্ভ ফেরত বাস দূর্ঘটনা,হুগলির দাদপুর থানার সোমসারা এলাকায়। ১ ৯ নং জাতীয় সড়কে। বাসে ৬২ জন পূন্যার্থী ছিলেন। তাদের উদ্ধার করে হুগলি গ্রামীন পুলিশ। আহতদের ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি। বর্ধামানের দিক থেকে কলকাতা মুখি রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি।চালক ঘুমিয়ে পরেছিল বলে প্রাথমিক অনুমান। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল বাসটি। পুলিশ জানিয়েছে ২৪ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।