হুগলি, ১ মার্চ:- আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি। বেলুরমঠ কামারপুকুর সহ শ্রীরামকৃষ্ণের ভাবধারায় বিশ্বাসী সব প্রতিষ্ঠানে আজ পালিত হচ্ছে জন্মতিথি। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘেও পালিত হচ্ছে সেই তিথি।
সকাল থেকে পুজোপাঠ যাগযজ্ঞ চলছে। ঠাকুর পল্লীগীতি কীর্তন ভালোবাসতেন তারও আয়োজন করা হয়।দুপুরে ভক্তসেবা সবার জন্য ভোগ বিতরন সন্ধায় আরতির পর ভক্তিমূলক গানের পর শেষ হবে অনুষ্ঠান।