হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ৭৫ তম বর্ষের প্রারম্ভিক শুভ উদ্বোধন হল। সকালে বিশেষ পদযাত্রা ও ৭৫ তম বর্ষের পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে প্লাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। আজ এই শুভ প্রারম্ভিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, কলেজের অধ্যক্ষ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ বর্তমান ও প্রার্থনা অসংখ্য ছাত্র-ছাত্রীরা।
কলেজে এক শিক্ষক বলেন আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হবে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ।আজ তার প্রারম্ভিক সূচনা হয়ে গেল। আজ প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন সদর মহকুমা শাসক। সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় বলেই জানান বর্তমান এক ছাত্রী।