এই মুহূর্তে জেলা

কারখানা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য শ্রীরামপুরে।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- স্কুটি গাড়ি নিয়ে কারখানায় যাওয়ার পথে ম্যাটাডোর পিষে দিল শ্রমিক কে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার বাঙ্গিহাটিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামপ্রবেশ সাউ(৩২)। বাড়ি শ্রীরামপুর থানার সুভাষ নগরের কাছে পাটিনিয়া পাড়াতে। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীরামপুরের একটি বেসরকারি কারখানার শ্রমিক ছিলেন রামপ্রবেশ। এ দিন নিজের স্কুটি গাড়ি চালিয়ে শ্রীরামপুর থেকে দিল্লী রোড ধরে রিষড়ার দিকে কারখানায় যাচ্ছিলেন। ওই সময় একটি ম্যাটাডোর বেপরোয়া গতিতে এসে রামপ্রবেশ কে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুমড়ে মুচড়ে যায় স্কুটি গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই দ্রুত গতিতে ছুটে আসা ম্যাটাডোর মুহুর্তের মধ্যে স্কুটি চালক কে পিষে দেয়। স্থানীয়রা ছুটে এসে ম্যাটাডোরের নীচ থেকে রক্তাত্ব স্কুটি চালক কে উদ্ধার করলেও তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতে সেখানেই মৃত্যু হয়। সেই সুযোগে ম্যাটাডোর ফেলে চম্পট দেয় গাড়ির চালক। বাঙ্গিহাটিতে একের পর পথ দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণ করেনা বলে অভিযোগ। এ ছাড়া অনেক সময় গাড়ি চালকেরা মদ্যপান করে গাড়ি চালালেও পুলিশ ধরপাকর করে না। ফলে দিনের পর দিন দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। যদিও শ্রীরামপুর থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন ঘাতক ম্যাটাডোর কে আটক করা হয়েছে। গোটা বিষয়ে তদন্ত চলছে।