হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- বালিতে কিভাবে ক্রমশ গঙ্গা ও তার পাড় দখল হয়ে যাচ্ছে তা গঙ্গাবক্ষে নৌকা করে ঘুরে দেখলেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। গতকাল শনিবার তাঁরা তিনটি নৌকা করে বেলুড় ও বালির বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। সেইসঙ্গে কিভাবে গঙ্গা ও তার পাড় দখল হয়ে যায় তা সরোজমিনে ঘুরে দেখেন তাঁরা। এই ব্যাপারে একটি রিপোর্ট তৈরি করে তাঁরা দ্রুত প্রশাসনের কাছে জমা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবেন বলে জানা গেছে।
যথাযথ ব্যবস্থা না নিলে অচিরেই গঙ্গার গতিপথ যেমন পাল্টে যাবে তেমনি মানব সভ্যতাই সঙ্কটে পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা এই ব্যাপারে বালি থানায় একটি স্মারকলিপিও পেশ করেন।