হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- হনুমানের দাপটে অতিষ্ঠ হাওড়ার জগাছার ধাড়সা এলাকার বাসিন্দারা।মঙ্গলবার রাতে তা চরম আকার নেয়। এদিন একটি হনুমান ওই এলাকার বেশ কয়েকজনকে আক্রমণ করে। এলাকাবাসীদের বক্তব্য হনুমানের দল এই এলাকায় আসছে। যাকে তাকে কামড়াচ্ছে ও আঁচড়ে দিচ্ছে। মঙ্গলবার রাতে হাওড়ার জগাছার ধাড়সা এলাকার কয়েকজনকে একটি পাগলা হনুমান আক্রমণ করে বলে এলাকার বাসিন্দারা জানান।
তাদের মধ্যে এক গৃহবধূকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিকরা। তাঁরা এখনও পাগলা হনুমানটিকে ধরতে পারেননি। খাবার দিয়ে ফাঁদ পাতা হয়েছে। হনুমানটি ধরা না পড়ায় এলাকার বাসিন্দারাও যথেষ্টই আতঙ্কিত।