এই মুহূর্তে জেলা

দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- দিল্লি স্টেশনে রেলের অব্যবস্থায় পদপিষ্ট হয়ে মৃত কুম্ভযাত্রীদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে সোমবার দুপুরে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাওড়া স্টেশনের ভিতরে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে এবং বাইরে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ হয়।

কংগ্রেস নেতৃত্ব জানান এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রেল মন্ত্রকের। তাই অবিলম্বে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।পাশাপাশি মৃতদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবার দাবি তোলা হয়। দাবি না মানলে বৃহত্তর আন্দোনের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব।