হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- ব্যাঙ্কে লুটতে ঢুকেছিল চোর। পুলিশের তৎপরতায় ধরাও পড়ল। জিতুকে আজ শনিবার বেলা একটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল পোলবা থানার পুলিশ। পোলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে ঢুকে ধরা পড়ল এক যুবক! ব্যাঙ্কের ভেন্টিলেটার ভেঙে ভিতরে ঢুকেছে চোর। রাত একটায় জানতে পারে পোলবা থানার টহলদারী গাড়িতে থাকা পুলিশ কর্মিরা। রামনাথপুর বাজারে অবস্থিত এই ব্যাঙ্ক। ব্যাঙ্কের পাশে বাড়ি ঘর রয়েছে। গভীর রাতে আওয়াজ পান এলাকার বাসিন্দারা। চোরের দল, নাকি একজন তা জানা না থাকায় ব্যাঙ্ক ঘিরে রাখে হুগলি জেলা পুলিশ গ্রামিনের বিরাট পুলিশ বাহিনী।
ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেওয়া হয়। কলকাতা থেকে ম্যানেজার আসতে কয়েক ঘন্টা লাগে। ভোরে ব্যাঙ্কে ঢুকে চোর ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত দেবকুমার লোহার পোলবারই সুদর্শনের বাসিন্দা। গত কয়েকদিন আগে পোলবার মহানাদে একটি স্কুলে এক লাখ চৌত্রিশ হাজার টাকা চুরি হয় তালা ভেঙে। সেই চুরিতে তার যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আজ ঘটনা তদন্তের জন্য সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করবে পোলবা থানার পুলিশ।