হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- কলেজের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আকস্মিক ‘হৃদরোগে’ মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শনিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মৃত ছাত্রের নাম রূপম শী (২০)। বাড়ি বাগনানের বাঁটুল গ্রামে। জুওলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রূপম। কলেজ সূত্রের খবর, এদিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন রূপম।
২০০ মিটার দৌড় প্রতিযোগিতার পরেই আচমকা জ্ঞান হারান রূপম। তাঁকে দ্রুত স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রূপমকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার আকস্মিকতায় কার্যত বাকরুদ্ধ কলেজ পড়ুয়ারা থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ।