এই মুহূর্তে জেলা

ফের মাইক বিতর্ক, মাধ্যমিক চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের অভিযোগ ডোমজুড়ে।

হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- ফের মাইক বিতর্ক। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের অভিযোগ ডোমজুড়ে। মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর বিধানসভার রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ১৮৪ নম্বর বুথের উদ্যোগে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সদরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাশ মিশ্রের ছবি টাঙানো ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোটা এলাকা তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়।

সকাল ১১টা নাগাদ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু তার আগেই একাধিক মাইকে রক্তদান শিবির নিয়ে ঘোষণা চলতে থাকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ। পঞ্চায়েত প্রধান অঞ্জন ঘুকুকে মাইক চালানোর জন্য মঞ্চ থেকে ক্ষমা প্রার্থনা করতেও দেখা যায়। পরে এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন মাইক লাগানো ছিল। কিন্তু চালানো হয়নি। তবে অনুষ্ঠানের সময় মাইক বাজতে দেখা গেছে। সেই ছবি ক্যামেরাবন্দিও হয়। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির পক্ষ থেকে মাইক বাজানোর জন্য তৃণমূলের কঠোর সমালোচনা করা হয় এদিন।